Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

            ডাক বিভাগীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডাক প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী একটি প্রাচীন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি পোস্টমাস্টার জেনারেল, উত্তরাঞ্চল, রাজশাহী-এর অধীনে পরিচালিত ডাক অধিদপ্তরের একটি সহযোগী প্রতিষ্ঠান। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সার্কেলের (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল প্রশাসনিক বিভাগের) পোস্ট অফিসসমূহে, আর.এম.এস ই-বিভাগ এবং ডাক জীবন বীমা অফিসে কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারীদেরকে বিভাগীয় কাজে দক্ষ, অভিজ্ঞ এবং পারদর্শী করে গড়ে তুলতে ১৯৫৮ সালে ডাক প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে প্রতিমাসে একটি করে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে এবং স্থানীয় দর্শনীয় স্থানসমূহে শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া এ প্রশিক্ষণ কেন্দ্রের নিজস্ব কর্মচারীদের জন্য ইনহাউজ প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা ও পরামর্শ মেনে সকল রকম সুযোগ-সুবিধাসহ প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণার্থীদের মনোভাব পরিবর্তন, মানসিক সম্পর্ক, অপচয়রোধ, প্রতিষ্ঠানের নীতি ও তত্ত্বাবধান সম্পর্কে বাস্তবজ্ঞান প্রদান করা হয়।